চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রায় ৪৫টি সিনেমার মধ্যে ব্যবসাসফল হয়েছে শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়া পাঁচটি ঢাকাই সিনেমা। 

অন্য সময় মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই উল্লেখযোগ্য ব্যবসা করতে পারেনি। 

ঈদের এসব চলচ্চিত্র ঘরোয়া ও আন্তর্জাতিক বাজারে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছে। 

চলতি বছরে আলোচিত ব্যবসাসফল এই পাঁচ ঢাকাই চলচ্চিত্র নিয়ে এই আয়োজন।

চলতি বছরের এপ্রিল মাসে ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় নির্মিত সিনেমাটির বাজেট ছিলো ১৫ কোটি টাকা। 

এতে শাকিবর সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল।

সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, সিনেমাটি মুক্তির ৫০ দিনে ৭৫ কোটি টাকা ব্যবসা করেছে । মাল্টিপ্লেক্সেও এটি চলেছে দীর্ঘদিন ধরে।

ঈদুল ফিতরের পর ঈদুল আজহায় মুক্তি পায় ছয়টি সিনেমা। এসব সিনেমার মধ্যে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব'। 

এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু। 

সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১৮ কোটি কোটি টাকা ব্যবসা করেছে। সিনেমাটি । 

তবে পাইরেসির কবলে না পড়লে আরো বেশি ব্যবসা করতো বলে জানিয়েছেন তারা। 

চলতি বছরে আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা 'দাগি'। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর অভিনয় প্রশংসিত হয়েছে। 

নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকেই। 

সিনেমা সংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে, এটি ১০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।

চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পায় তানিম নূর নির্মিত সিনেমা 'উৎসব'। এই সিনেমাটি মুক্তি পর খুব দ্রতই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসে। 

এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা। 

এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। 

মাল্টিপ্লক্সে সিনেমাটির সবচেয়ে বেশি হাউজফুল শো হয়েছে। 

প্রযোজনা প্রতিষ্ঠানের দেয়া তথ্যমতে, উৎসব সিনেমাটি জুনের ৭ তারিখ  মুক্তি পেয়ে দেশ-বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। 

এর মধ্যে শুধু দেশেই আয় করেছে ১০ কোটি টকার বেশি।

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় এম রাহিম নির্মিত 'জংলি' সিনেমাটি। এই সিনেমাটিও ব্যাবসাসফল হয়েছে। 

সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, দীঘি, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

 সিনেমা সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রায় পাঁচ কোটি টাকা ব্যবসা করেছে সিনেমাটি।