মা হয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। আজ শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইনস্টাগ্রামে পোস্টে ক্যাটরিনা ও ভিকি কৌশল লিখেছেন, আমাদের আজ আনন্দের দিন। আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছি। ওই পোস্টের সঙ্গে তারা একটি আবেগী ছবি শেয়ার করেছেন।

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ক্যাটরিনা ও ভিকির সন্তান জন্মের পর বলিউড তারকা ও ভক্তরা সামাজিকমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, তিনি চান তার সন্তানেরা পিতামাতার সান্নিধ্যে বড় হবে।

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই আলোচিত জুটি। এরপর থেকে নানান ইস্যুতে খবরের শিরোনামে ছিলেন।