সিনেমা ও ওটিটিতে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন রাশেদ মামুন অপু। চলতি বছরে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে 'জংলি' ও 'দাগি' ছিল ব্যবসা সফল। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দারুণ সাড়া পেয়েছেন এই অভিনেতা।

রাশেদ মামুন অপু বর্তমানে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। শনিবার বিকেলে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন তিনি।

সম্প্রতি শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশেদ মামুন অপু। এ প্রসঙ্গে তিনি বলেন, 'প্রিন্স সিনেমার গল্প ও চরিত্র—দুটোই আমার পছন্দ হয়েছে। এখানে অভিনয় করার বড় একটা সুযোগ আছে। মন খুলে অভিনয় করতে পারব। এটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।'

কাজের সংখ্যার চেয়ে মানের দিকেই বেশি গুরুত্ব দেন উল্লেখ করে অপু বলেন, 'সিনেমার ক্ষেত্রে আমি বেছে বেছে কাজ করি। নইলে কাজের সংখ্যা আরও বাড়ত। আমার কাছে সংখ্যার চেয়ে মানটাই বেশি গুরুত্বপূর্ণ।'

বিদায়ী বছর কেমন কাটল, জানতে চাইলে এই অভিনেতা বলেন, 'বছরের শুরুর দিকে কিছু কাজ হলেও সারা বছর সেভাবে কাজ হয়নি। আমার ক্যারিয়ারে চলতি বছর ভালো কিছু কাজ মুক্তি পেলেও সংখ্যার দিক থেকে কাজ কম হয়েছে। খুব একটা আশাবাদী বছর ছিল না এটি।'

রাশেদ মামুন অপুর আটটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায় আছে। তিনি জানান, এই আটটি সিনেমায় তাকে আটটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। বছরের শেষ সপ্তাহে তিনি 'প্রিন্স' সিনেমার শুটিং শুরু করবেন। এ ছাড়া নতুন বছরে আরও তিনটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

অভিনয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে অপু বলেন, 'যখন যে সিনেমায় অভিনয় করি, নিজের সর্বোচ্চটা দিয়েই করি। নতুন কিছু করার সময় মনে করি, এখানেই আমাকে সেরাটা দিতে হবে। প্রতিটি কাজই আমি এভাবেই করি।'

দর্শকদের প্রশংসা ও ভালোবাসা পাওয়ার বিষয়ে তিনি বলেন, 'দর্শকদের ভালোবাসা ও প্রশংসা সব সময়ই পাই, এটাই আমার বড় প্রাপ্তি। 'জংলি' সিনেমার জন্য প্রচুর সাড়া পেয়েছি। অন্য সিনেমাগুলোর জন্যও ভালোবাসা পেয়েছি। সত্যি বলতে, দর্শকদের এই ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।'

সিনেমা, ওটিটি ও নাটকের মধ্যে পার্থক্য আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'আমি অভিনয়টাকে একইভাবে দেখি। তবে ওটিটিতে বাড়তি প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে এবং এখানে বড় পরিসরে কাজ হয়।' তিনি আরও জানান, শিগগিরই শিহাব শাহীনের পরিচালনায় একটি ওটিটি কনটেন্টে কাজ করবেন। এ ছাড়া সম্প্রতি দুটি এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করেছেন, যা ইউটিউবে প্রচারিত হবে।

নতুন বছরের প্রত্যাশা নিয়ে রাশেদ মামুন অপু বলেন, 'কাজ নিয়েই আমার সব প্রত্যাশা। নতুন একাধিক সিনেমার কথা হয়ে আছে। নতুন বছরে সেগুলোর শুটিং শুরু করব।'